ফাহাদের চার পয়েন্ট অর্জন
নরওয়ের অসলো শহরে চলমান ফাজারনেস আন্তর্জাতিক দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। ষষ্ঠ রাউন্ডের খেলা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ডেনমার্কের ফিদে মাস্টার মরটিন এন্ডারসেনকে হারান। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩৮ চালে জয়ী হন।