মেসির জন্য দলের সবাই জীবন উৎসর্গ করতে পারে:স্কেলোনি
আর্জেন্টিনা তো বটেই লিওনেল মেসি বর্তমান প্রজন্মরেই শ্রেষ্ঠ ফুটবলার।প্রায় দুই দশকের বর্ণিল ক্যারিয়ারে দল ও ক্লাবের হয়ে সম্ভাব্য সবকিছুই তিনি জিতেছেন। আর্জেন্টিনার একটি বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ছিল দীর্ঘদিনের। কাতার বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সে দলকে সেই সোনালী ট্রফি এনে দিয়েছেন ফুটবলের এই জাদুকর।
স্বাভাবিকভাবেই মেসির প্রতি আর্জেন্টিনার প্রতিটি সদস্যের বাড়তি ভালোবাসা ও নিবেদন কাজ করার কথা। এবং সেটি কতটা তা জানা বুঝা গেল...