আবারও মেসির হ্যাটট্রিক, রেকর্ড, মায়ামির ইতিহাস
ইতিহাস গড়ার ম্যাচে বেঞ্চে বসে শুরুতেই দলকে দুই গোল হজম করতে দেখেলেন লিওনেল মেসি। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোলে দলকে লড়াইয়ে ফেরালেন লুইস সুয়ারেজ। পরে বদলি নেমে ভোজবাতির মতো ম্যাচের চিত্র পাল্টে দিলেন মেসি। ১১ মিনিটের ব্যবধানে করলেন হ্যাটট্রিক। নিউ ইংল্যান্ড রেভুলেশনকে উড়িয়ে তাদেরই গড়া রেকর্ড ভেঙে মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ল ইন্টার মায়ামি।
ঘরের...