ফিনিশার শামীমের কাজ তো এটাই!
দুই ম্যাচে খেলা একই উইকেটে। বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রও প্রায় একই। শামীম হোসেন যখন ক্রিজে গেছেন, দলের অবস্থা সঙ্গীন। চাপের মধ্যেও দুই ম্যাচে সহজাত ব্যাটিং উপহার দিয়ে দলের জয়ে তিনি রেখেছেন বড় অবদান। নিজের ব্যাটিংয়ের ধরন আর দলে ভ‚মিকা নিয়ে তার চিন্তাটাও খুব স্বচ্ছ। সিরিজ জয়ের পর আগ্রাসী ব্যাটসম্যানের পরিষ্কার কথা, ফিনিশার হিসেবে তার কাজ কেবল বলকে পেটানো।এক বছর পর দলে...