আলমাদার চোখধাঁধানো গোলে আর্জেন্টিনার জয়
হুলিয়ান আলভারেজের কাছ থেকে বলটি পেয়েছিলেন ডি বক্সের বাইরে ঠিক বাম কোনায়। সেখান থেকেই নিলেন ডান পায়ের উঁচু কোনাকুনি শট। সুপারম্যানের মতো লাফিয়েও নাগাল পেলেন না গোলরক্ষক। বল ভাসতে ভাসতে খুঁজে নিল ঠিকানা। থিয়াগো আলমাদার চোখধাঁধানো এই গোলেই বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়েকে হারিয়ে মূল মঞ্চের থুব কাছে চলে গেল আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা আঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়েকে ১-০ গোলে...