কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
বেলজিয়ামের জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন দোমেনিকো তেদেস্কো। তাতে আবারও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হলো দলটির তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়ার।
গত কয়েক দিন ধরেই চলছিল বেলজিয়াম দলে তেদেস্কোর শেষের ইঙ্গিত। শুক্রবার বৈঠকের পর বিবৃতিতে তেদেস্কোর বরখাস্তের খবর জানায় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। তার সঙ্গে চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
তেদেস্কো কোচ থাকলে বেলজিয়াম দলে আর খেলবেন না বলে...