নিউক্যাসলের মাঠে সিটির হোঁচট
ক্রোয়েশিয়ার তরুণ ডিফেন্ডার জোসকো ভার্দিওলের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। ডিফেডিন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়ে এক পয়েন্ট আদায় করে দিল নিউক্যাসল ইউনাইটেড।
নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে শনিবার দুই দলের মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়। স্পটকিক থেকে সমতাসূচক গোলটি করেন অ্যান্থ্যনি গর্ডোন।
এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো সিটি। আগের ম্যাচে ঘরের মাঠে তারা...