পাকিস্তানের ক্রিকেট ৬ মাসেই নির্বাচকের পদ ছাড়লেন ইউসুফ
পাকিস্তান দলের নির্বাচকের অধ্যায়টা দীর্ঘ হলো না মোহাম্মদ ইউসুফের। মাত্র ৬ মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশটির সাবেক এই তারকা ব্যাটসম্যান। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (টুইটার) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন ৫০ বছর বয়সী ইউসুফ। পরে বিবৃতি দিয়ে তা নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন ইউসুফ।...