৫৫ ওভার খেললো বৃষ্টিই
চোখ রাঙানি ছিল আগে থেকেই। হলোও তাই। কানপুর টেস্টের শুরু থেকেই বাগড়া দিল বৃষ্টি। বাংলাদেশ-ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের সিংহভাগই গেছে ভেসে। কয়েক দফায় বেরসিক বৃষ্টির হানায় খেলা হয়েছে কেবল ৩৫ ওভার। সব শেষ লাঞ্চের পর নয় ওভার খেলা হতেই মুষলধারে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। কভার দিয়ে ঢেকে ফেলা...