ইউনাইটেডের ৭ গোলে গারাঞ্চোর ২
চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। যে কারণে মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবলের রাতে ওল্ট ট্রাফোর্ডের দলটি ঘরের মাঠে নেমেছিল লিগ কাপে। যেখানে পুচকে বার্নসলেকে গোলবন্যায় ভাসিয়েছে এরিক টেন হাগের দল।
ঘরোয়া লিগের তৃতীয় সারির দল বার্নসলেকে ঘরের মাঠে এদিন ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড। জোড়া গোল করেছেন আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার আলেহান্দ্রো গারাঞ্চো। দুটি করে গোল করেছেন মার্কার রাশফোর্ড ও...