হ্যারি কেইনের রাতটি ফেভারিটদেরও
গোলের রেকর্ড করেই মিশন শুরু করলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে অ্যালিয়াঞ্জ এরিনায় ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে হ্যারি কেইনরা। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়ল বায়ার্ন। বিধ্বংসী বায়ার্নের হয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন কেইন। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা রাফায়েল গুইরেরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা। গত...