আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়
এক ভুলে হার প্রায় চোখ রাঙাতেই বসেছিল আর্সেনালকে।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিট খেলা টমাস পার্টিকে কাটিয়ে বক্সের বাঁ দিক দিয়ে বল পায়ে ভেতরে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদেরসন। তাকে পেছন থেকে আর্সেনালের পার্টি ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক নিতে আসেন মাতেও রেতেগি। প্রথমে ডান দিকে ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত হয়নি, ফিরতি বলে ফের শট নেন রেতেগি, অসাধারণ ক্ষিপ্রতায় এবার বাঁয়ে ঝাঁপিয়ে...