স্কুলপড়–য়ার ‘পারফেক্ট ওভার’
ওভারে ছয় বলে ছয় ছক্কা আছে। স্বীকৃত ক্রিকেটে এমন ছক্কাবাজদের তালিকা একেবারে ছোট নয়। কিন্তু ছয় বলে ৬ উইকেটের দেখো মেলে কালেভদ্রে। এমন একটি ওভার বোলারদের জন্য সবচেয়ে কাক্সিক্ষত। পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলের বোলার ম্যাট রোয়ি সেই সৌভাগ্যবানদের একজন। নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেটে গতপরশু রোটোরোয়া হাইস্কুলের বিপক্ষে এক ওভারে ছয় বলে ৬ উইকেট নিয়েছেন রোয়ি। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় ‘পারফেক্ট...