ছেলেদের ফাইনালে ওঠার লড়াই আজ
অলিম্পিকের পুরুষ ফুটবলের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। মার্শেইয়ের অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি হবে চমক দেখানো মরক্কো। দ্বিতীয় সেমিফাইনালে রাত একটায় লিও’র গ্রæপামা স্টেডিয়ামে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ আরেক আফ্রিকান দল মিশর। ৪০ বছর পর অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়ের লক্ষ্যে শুরু থেকেই দাপট দেখিয়েছে ফ্রান্স। ১৯৮৪ সালে প্রথম বার অলিম্পিক স্বর্ণ জিতেছিলো ফরাসিরা। এরআগে...