ফেলপসের রেকর্ড ভেঙে ফেলপসের কাতারে মারশাঁ
দুর্দান্ত ছন্দে থাকা সাঁতারু লিওঁ মারশাঁ ছুটে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। সুইমিংপুলে তিনি নামছেন আর ডাঙায় উঠছেন সোনার পদক নিয়ে! প্যারিস অলিম্পিকের আয়োজক ফ্রান্সের সবচেয়ে বড় তারকা তুলে নিয়েছেন নিজের চতুর্থ স্বর্ণ পদক। সেই পথে কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি। গতপরশু রাতে প্যারিসের লা দিফঁসা অ্যারেনার পুলে আলোড়ন তুলে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট...