শিরোপাই প্রধান লক্ষ্য আরামবাগের
দেশের ফুটবলাঙ্গনে এক সময়ের জায়ান্ট কিলার খ্যাত ঐতিহ্যবাহী আরামবাগ ক্রীড়া সংঘ। যারা বর্তমানে বসুন্ধরা গ্রুপ সিনিয়র ডিভিশন লিগে খেলছে। ১৮ দলের অংশগ্রহণে চলমান এই লিগের শিরোপা জেতাই আরামবাগের প্রধান লক্ষ্য। আয়োজক ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী এবার সিনিয়র ডিভিশনের খেলা শেষে শীর্ষ চারটি দল পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর খ্যাত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) উঠবে। আরামবাগ চায় চ্যাম্পিয়ন হয়েই...