প্যারিসেই শেষ কেরবারের
দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন আঞ্জেলিক কেরবার। এবারের প্যারিস অলিম্পিকসের টেনিস কোর্টে শেষবারের মতো দেখা যাবে এই জার্মান তারকাকে। নারী এককে তিনটি গ্র্যান্ড সø্যাম জয়ী কেরবার গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে আগাম বিদায়ের ঘোষণা দেন, ‘অলিম্পিকস শুরুর আগে, আমি বলতে পারি যে প্যারিস ২০২৪ আসরকে আমি কখনোই ভুলব না। কারণ, পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ টুর্নামেন্ট।’এবারের গেমসে এককের...