স্পেনের পথে পথে উচ্ছাসের জোয়ার
ট্রফি নিয়ে উদযাপন, ছবির জন্য পোজ দেওয়া, উল্লাসের পালা ততক্ষণে কয়েক দফায় হয়ে গেছে। হঠাৎ স্প্যানিশ ফুটবলারদের হয়তো মনে পড়ল সমর্থকদের কথা। গ্যালারির যে অংশ লাল সমুদ্রে রূপ দিয়েছেন স্পেনের সমর্থকেরা, সেদিনেই ট্রফি নিয়ে ছুটলেন দানি ওলমো। তার পাশে আর পিছুপিছু গেলেন দলের অন্যরাও। সমর্থকদের খুব কাছে গিয়ে উদযাপন হলো আরেক দফায়। বার্লিনে স্টেডিয়ামে যখন এভাবে উদযাপন চলছে, স্পেনের শহর...