মেসির চোট শঙ্কায় শেষ কোপার ফাইনালের প্রথমার্ধ
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। উপরন্তু দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি পেয়েছেন আঘাত। কোনোমতে প্রথমার্ধ শেষ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচে গোল পায়নি কোনো দলই।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়। কিন্তু কলম্বিয়ান উগ্র সমর্থকদের তোপের মুখে পড়তে হয় নিরাপত্তাকর্মীদের। কয়েক দফায় পিছিয়ে ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা...