বাটলারের ফেরার ম্যাচে ম্লান কোহলির সেঞ্চুরি, রাজস্থানের চারে চার
প্রথম ইনিংস শেষে বিরাট কোহলির শতকের স্তুতিতে দেওয়া জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইসএপিএন ক্রিকইনফোর ফেসবুক পোস্টে একটা প্রশ্নও জুড়ে দেওয়া হয়েছিল।দলের বড় তারকার অনবদ্য পারফরম্যান্সের পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স কি জয়ের জন্য পর্যাপ্ত রান তুলতে পেরেছ কিনা।সেই প্রশ্নের জবাব মিলল ম্যাচের পর।উত্তর `না`। জয়পুরে আগে ব্যাট করা বেঙ্গালুরু কোহলির ৭২ বলে ১১২ রানে ভর করে ১৮৪ রানে টার্গেট দিয়েছিল।জস বাটলারের ৫৮ বলে ...