বার্সায় ফিরছেন গার্দিওলা?
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার স্বর্ণসময় ছিল পেপ গার্দিওলার অধীনে। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত কোচিং করান বার্সাকে। এ সময়ে ১৪টি শিরোপা জেতে বার্সা। ২০০৮/০৯ মৌসুমে তো জিতেছেন রেকর্ড ছয়টি শিরোপা। ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা কোচের তালিকায় ইয়োহান ক্রুইফের পরই আসে গার্দিওলার নাম।২০১২ সালে বার্সার দায়িত্ব ছাড়েন গার্দিওলা। এরপর কোচিং করিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। বর্তমানে এই স্প্যানিশ কোচ আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার...