টানা ৮ জয় আবাহনীর
ঘরোয়া হকির সর্বোচ্চ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে টানা ৮ ম্যাচ জিতল শিরোপা প্রত্যাশি ঢাকা আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলে বিধ্বস্ত করে আবাহনী। আশরাফুলের তিন গোল ছাড়াও ওবায়দুল হোসেন জয়, পুষ্কর খীসা মিমো এবং মোহাম্মদ আব্দুল্লাহ অপর তিনটি গোল করেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের ভারতীয় খেলোয়াড় গুরপীত...