বিলবাওয়ের বিপক্ষে হোঁচট,দ্বিতীয় স্থানে উঠার সুযোগ হারাল বার্সা
শিরোপার ধরে রাখার মিশনে পিছিয়ে পড়া বার্সালোনার আজ সুযোগ ছিল লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার।অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় পেলেই আসরের চমক জিরোনাকে টপকে যেত কাতালানরা। তবে আধিপত্য দেখালেও জয় পায়নি বার্সা।
রবিবার বিলবাওয়ের মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয়।পয়েন্ট হারানোর পাশাপাশি এদিন বার্সার হতাশা আরও বাড়িয়েছে মাঠে দুই গুরুত্বপূর্ণ তারকার চোট।দলের দুই তারকা মিডফিল্ডার ফ্রেংকি ডি...