ভারত ম্যাচে অনিশ্চিত সুরভী!
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপাল ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা। নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি। তবে এ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ এই যে, নেপাল ম্যাচের জোড়া গোলদাতা লাল-সবুজদের...