জোকোভিচের 'মেলবোর্ন দুর্গ' ভেঙে প্রথমবারের মতো ফাইনালে ইয়ানিক সিনার
টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে নিজের এক অবিশ্বাস্য রেকর্ড ভেঙে যেতে দেখলেন। মেলবোর্ন পার্কে আজ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ।যেখানে সর্বশেষ ৩৩ ম্যাচ হারের মুখ দেখেননি এই সার্বিয়ান তারকা।তাই আজকেও পরিষ্কার ফেভারিট ছিলেন প্রতিযোগিতায় রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।তবে সব ভালোরই একটা শেষ আছে। নিজের অন্য রেকর্ডের সেই শেষটা আজ দেখলেন জোকোভিচ।
আর জোকেভিচকে ভুলতে...