রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় 'বিদায়' দিল চেন্নাই
পরতে পরতে বাক বদলানো ফাইনালে জয়ের পাল্লা তখন শেষবারের মত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের দিকে ঝুঁকে পড়েছে।জিততে হলে চেন্নাইয়ের চাই ২ বলে ১০।উইকেটে রাবীন্দ্র জাদেজা।নিজের খেলা প্রথম চার বলে এই বাঁহাতি ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি বলে গুজরাটই ছিল ফেভারিট। তবে দলটি যখন ধোনির চেন্নাই,তখন হার কি আর এত সহজে মানা যায়।পরের ইয়ার্কার বল বোলারের উপর অসাধারণ এক ছয় মেরে...