ফকিরেরপুলকে হারিয়ে শুরু ঢাকা আবাহনীর
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগই (বিপিএল) শুধু নয়, দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার আগে শেষবার কবে ঢাকা আবাহনী লিমিটেড বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ খেলেছে তা বলা কঠিন। তবে এবার বিপিএলে ঠিকই বিদেশি ছাড়া খেলছে ছয়বারের চ্যাম্পিয়নরা। দেশের পট পরিবর্তনে স্থানীয় খেলোয়াড়দের নিয়েই দল গড়তে হয়েছে আবাহনীকে। স্থানীয়দের নিয়ে গড়া ঢাকার আকাশী-হলুদরা এবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কেমন করে তা...