ম্যাক্সওয়েলবিহীন অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়
আগের ম্যাচে শেষ দুই ওভারে দরকার ছিল ৪৩ রান।গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু ওয়েডের অনবদ্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক জয় পায় অস্ট্রেলিয়া।ম্যাচ জেতানো সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল।
শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা অজিদের শেষ দুই ওভারে দরকার ছিল ৪১ রান।আজও ক্রিজে ছিলেন ম্যাথু ওয়েড।তবে অন্য প্রান্তে ছিলেন না ম্যাক্সওয়েল, আর সেই `বিগ শো`র শূন্যতা কি...