ফেলিক্সের গোলে আতলেতিকোকে হারাল বার্সা
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে দাপট দেখাল বার্সেলোনা। জোয়াও ফেলিক্সের অসাধারণ চিপ শটে জয়ের হাসিও হেসেছে শাভি এর্নান্দেসের দল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত গ্রীষ্মে আতলেতিকো থেকে ধারে বার্সেলোনায় আসা ফেলিক্স ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ম্যাচের ২৮তম মিনিটে।
শাভির নেতৃত্বে এ নিয়ে টানা চার ম্যাচে...