সাকিবের দ্বিতীয় শিকার সাদিরা
আবারও ব্রেকথ্রু এনে দিলেন সাকিব। অধিনায়ক এবার ফেরালেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা সাদিরা সামারাবিক্রমাকে। ভাঙে চতুর্থ উইকেটে ৭০ বলে ৬৩ রানের জুটি।
স্কয়ার লেগে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ। ৪১ বলে ৪১ রান করেছেন সাদিরা।
স্কোর: ২৪.২ ওভারে ১৩৫/৪
ভয়ঙ্কর হয়ে ওঠা নিশানকাকে ফেরালেন তানজিম
বোলারদের বেশ ভোগাচ্ছিলেন নিশানকা। তাকে ফেরালেন বিশ্বকাপে প্রথম খেলতে নামা তানজিম সাকিব। তার দারুণ ডেলিভারিতে নিশানকার ব্যাট ছুয়ে মাঝের স্টাম্প...