বদলি নামা গিইউর গোলে বার্সার স্বস্তির জয়
বার্সালোনা ১ :০ আ্যাটলেটিক বিলবাও
গতকাল সেভিয়ার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোর পর আজ বার্সালোনার সামনে সুযোগ ছিল জয় তুলে নিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার।তবে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও পুঁচকে আ্যাটলেটিক বিলবাওয়ের ববিরুদ্ধে জয় এত সহজে ধরা দেয়নি জাভি হার্নান্দেজের শিষ্যদের। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল ম্যাচটি।তবে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা থেকে বার্সাকে বাঁচান বদলি হিসেবে নামা মার্ক...