শাহিদি-আজমাতুল্লাহর ব্যাটে আফগানদের লড়াইয়ের পুঁজি
আফগানিস্তান :২৭২ /৮ (৫০)
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের ২২ গজ বরাবরই ব্যাটিং বান্ধব।তার উপর বাউন্ডারি সীমানা অপেক্ষাকৃত ছোট বলে বোলারদের উপর থাকে বাড়তি চাপ।এই তো সেদিনই এই মাঠে রান উৎসব করলেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকান ব্যাটসম্যানরা।
সেই চিন্তা থেকেই কিনা বুধবার (১১ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আফগান ক্যাপ্টেন শাহিদি। দিল্লীর ফ্ল্যাট উইকেটে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ...