মালান-রুটের ব্যাটে রানপাহাড়ে ইংল্যান্ড
নতুন বলে উইকেটে ভালো মুভমেন্ট মিললেও কোনো সফলতা এনে দিতে পারলেন না পেসাররা। স্পিনাররাও পেলেন না কাঙ্খিত ফল। শরিফুল ইসলাম, মেহেদি হাসানরা যখন জ্বলে ওঠলেন ততক্ষণে বিশাল সংগ্রহের রাস্তা তৈরি হয়ে যায় ইংল্যান্ডের। শেষ দিকে দ্রুত উইকেট হারালেও তাই দাভিদ মালানের ঝড়ো শতক আর জো রুট ও জনি বেয়ারস্টোর ফিফটিতে সাড়ে তিনশোর্ধো সংগ্রহ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের সপ্তম ম্যাচে ধারামশালার হিমাচল...