ওমানে আজ টার্ফে নামছেন মেয়েরা
বিশ্বকাপ ফাইভ-এ সাইড হকি টুর্নামেন্টে আজ টার্ফে নামছেন বাংলাদেশ জাতীয় নারী দল। ওমানের সালালায় উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা। প্রথমটি ইন্দোনেশিয়া ও দ্বিতীয়টি চাইনিজ তাইপের বিপক্ষে। প্রথম ম্যাচটি সকাল ১১টায় দ্বিতীয়টি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। গ্রুপ পর্বের অন্য তিন ম্যাচে বাংলাদেশ ২৬ আগস্ট দুপুরে ইরান এবং সন্ধ্যা ৭টায় স্বাগতিক ওমান এবং ২৭ আগস্ট সকাল ১০টায় হংকংয়ের সঙ্গে মোকাবেলা...