'চুমুকান্ডে' সম্মতি ছিলনা হেরামসোর, পদত্যাগের দাবিতে ধর্মঘটে ফুটবলাররা
উদযাপনের আতিশয্যে মাত্রা ছাড়ানোর পরিণতি ভালোই টের পাচ্ছেন স্পেন ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেস। নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে বিব্রতকর কান্ড ঘটিয়ে সব হারাতে বসেছেন রুবিয়ালস।
ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। ম্যাচ শেষে পুরস্কারমঞ্চে স্পেন নারী দলের খেলোয়াড় হেনি হেরমোসো পদক নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রুবিয়ালেস। সেই সময় তিনি...