ইরানের বিপক্ষে ৯ গোলে জিতল বাংলাদেশ
বিশ্বকাপ ফাইভ-এ সাইড নারী হকির বাছাই পর্বে আরও একটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার ওমানের সালালাহ শহরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৯-৩ গোলে উড়িয়ে দেয় ইরানকে। প্রথমার্ধে লাল-সবুজের মেয়েরা ৬-২ গোলে এগিয়েছিল। খেলায় ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রিয়া। দুই গোল করেছেন অর্পিতা। মুক্তা ও কনা করেন একটি করে গোল। এর আগে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে অর্পিতা ও...