সাবিনাদের প্রীতি ম্যাচ পেছাল
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরেছিল। এরপর ৯ মাস পেরিয়ে গেলেও সাবিনা খাতুনদের আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। যদি গত মার্চ মাসে মিয়ানমারে অলিম্পিক গেমস বাছাই পর্বে খেলার কথা ছিল লাল-সবুজের মেয়েদের। কিন্তু অর্থ সংকট দেখিয়ে সাবিনাদের মিয়ানমার পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর সিঙ্গাপুরে প্রীতি ম্যাচ...