চেলসি ও সউদী প্রো-লিগের দাপট
ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে ফুটবলারদের দল বদলের পালা। যে দলগুলো ভালো ফলাফল পায়নি বিগত মৌসুমে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের আরও সুসংগঠিত করতে। অন্যদিকে সফলতা যে ক্লাবগুলোকে ধরা দিয়েছে, তারাও বসে নেই। দলের শক্তি ধরে রাখতে মরিয়া তারা। জুলাই মাসের ১ তারিখ থেকে গ্রীষ্মকালীন দল বদল কার্যকর হওয়ার কথা থাকলেও, এরই মাঝে বহু গুরুত্বপূর্ণ...