উইম্বলডনের প্রাইজমানির রেকর্ড উল্লম্ফন
উইম্বলডনের আসছে আসরের প্রাইজমানি রেকর্ড পরিমাণে বাড়ানো হয়েছে। মোট পুরস্কারের অর্থ থাকবে রেকর্ড ৪ কোটি ৪৭ লাখ পাউন্ড। ২০২২ সালের চেয়ে যা ১১.২ শতাংশ বেশি। গতপরশু রাতে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের (এইএলটিসি) বিবৃতিতে বলা হয়, পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপদের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। ২০১৯ সালে অঙ্কটা ছিল যথাক্রমে ২৩ লাখ ৫০ হাজার পাউন্ড ও ১১ লাখ ৭৫...