ইয়াং ড্রাগন চ্যাম্পিয়ন
ওয়ালটন জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার। রানার্সআপের খেতাব জিতেছে রাইজিং ঈগল কারাতে একাডেমি উত্তরা এবং তৃতীয় হয়েছে কুমিল্লা জেলা। গতপরশু শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদিন ব্যাপী প্রতিযোগিতার খেলা শেষে চ্যাম্পিয়ন ইয়াং ড্রাগন ৪টি স্বর্ণ, ২ রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে সেরা হয়। অন্যদিকে রাইজিং ঈগল ১ সোনা, ১০ রুপা...