খালেদ মনসুর গ্র্যান্ডমাস্টার
গ্র্যান্ডমাস্টার খেতাব পেলেন বাংলাদেশ গোজোরিউ কারাতের প্রতিষ্ঠাতা হানসি খালেদ মনসুর চৌধুরী। বিশ্ব ট্রেডিশনাল কারাতে ইউনিয়ন এবং বিশ্ব অর্থডক্স গোজোরিউ কারাতে অর্গানাইজেশন কর্তৃক অষ্টম ড্যান দিয়ে খালেদ মনসুরকে এই খেতাবে ভূষিত করা হয়। খালেদ মনসুর ১৯৭৯ সালে জুডো এবং কারাতে ফেডারেশন থেকে ব্ল্যাকবেল্ট (প্রথম ড্যান) পান। এ বছর তিনি আমেরিকায় অনুষ্ঠেয় এক সংবর্ধনা অনুষ্ঠান থেকে এই গ্র্যান্ডমাস্টারের সম্মাননা নেবেন।