এবাদত-শরিফুলের আঘাতে ধুকছে আফগানরা
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের করা ৩৮২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ধুকছে আফগানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে ১০.৪ ওভারে তিন উইকেটে আফগানদের সংগ্রহ ৩৫ রান। বাংলাদেশের পক্ষে পেসার এবাদত দুটি ও শরিফুল একটি উইকেট নেন। বাংলাদেশে এগিয়ে আছে ৪৪৭ রানে।
এর আগে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারের মধ্যে ২০ রানেই গুটিয়ে...