জাতীয় নারী রাগবির সেরা আনসার
ওয়ালটন স্মার্ট ফ্রিজ জাতীয় নারী রাগবি প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছে বাংলাদেশ আনসার। রোববার দুপুরে পল্টন ময়দানে টুর্নামেন্টের ফাইনালে আনসার ৬০-০ পয়েন্টে ঢাকা জেলাকে উড়িয়ে দিয়ে চ্যা¤িপয়ন হয়। নজরকাড়া নৈপুন্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঠাকুরগাঁও জেলার শিমু আক্তার। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেওয়া হয় ট্রফি ও মেডেল। এছাড়া চ্যাম্পিয়ন দলের সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত...