ব্রিটিশ বক্সিংয়ে সাড়া জাগানো হামজার স্বপ্ন বিশ্বজয়
ফুটবল খেলোয়াড় হামজা চৌধুরির পর ব্রিটিশ খেলাধুলায় এবার আলোড়ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ বক্সার হামজা উদ্দিন। যিনি এরই মধ্যে ইংল্যান্ডে জিতেছেন চারটি জাতীয় জুনিয়র, দুইটি জাতীয় সিনিয়র চ্যাম্পিয়নশিপ ও একটি জিবি টাইটেল। অপেক্ষায় আছেন ইংল্যান্ডের হয়ে বক্সিং রিংয়ে ঝড় তোলার। বাংলাদেশের পক্ষে খেলার ইচ্ছা থাকলেও হামজা উদ্দিনের স্বপ্ন এবার বিশ্বজয় করা।
ভারতীয় সিনেমা দঙ্গলের কাহিনী নিশ্চয় সবার মনে আছে। নিজের অধরা...