যত দোষ শিশিরের!
বাংলাদেশ ওয়ানডেটাই সবচেয়ে ভালো খেলে- কিছুদিন আগেও এই কথাটা মেনে নিতেন সবাই। বাংলাদেশের ক্রিকেটে গর্ব করার মতো অর্জনগুলো তো ৫০ ওভারের ক্রিকেটেই পাওয়া। সেই অবস্থা বোধ হয় পাল্টাতে শুরু করল। বাংলাদেশ যে এখন এই সংস্করণেও ভালো করছে না। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার। তাতে উঠে এলো সেই চিরচেনা অজুহাত। আগের দুই ম্যাচে টস জিতে যারা আগে ব্যাট করেছে,...