মাহমুদউল্লাহর দুই রানের আক্ষেপ
ইনিংসের শেষ বল। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরির জন্য মাহমুদউল্লাহ রিয়াদের দরকার ৩ রান। আজমতউল্লাহ ওমরজাইর করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে বাউন্ডারির খোঁজে থাকা মাহমুদউল্লাহ শাফল করে স্কয়ার লেগে খেলবেন... এমনই অনুমান করা যাচ্ছিল। করেছেনও তাই। কিন্তু টাইমিংয়ে গড়বড় হওয়ায় স্কয়ার লেগে ঠেলে দৌড়ে দুই রান নিতে গিয়ে রান আউট মাহমুদউল্লাহ। সেঞ্চুরি আর পাওয়া গেল না, থামতে হলো ৯৮ রানেই।...