চোটে ছিটকে গেলেন রাসেল, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জোসেফ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে খাঁদের কীনারে চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ধাক্কা খেল আরেকটি। চোটের কারণে ছিটকে গেছেন দলটির তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন আলজারি জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট। রাসেলের জায়গায় দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার শামার স্পিঙ্গার। আলজারি জোসেফকে ফেরানো হয়েছে শামার...