গিনদোয়ান নৈপুন্যে শিরোপার পথে সিটির আরও একধাপ
ইংলিশ প্রিমিয়ার লীগ যত শেষের দিকে এগুচ্ছে ততই জোরালো হচ্ছে ম্যনচেস্টার সিটির শিরোপা জয়ের সম্ভাবনা।অন্যদিকে মৌসুমের বেশিরভাগ সময় শীর্ষে থাকা আর্সেনালের জন্য ততই কঠিন হয়ে উঠছে ট্রফি জেতার সমীকরণ।
টানা জয়ের মধ্যে থাকা সিটি জয় পেয়েছে শনিবার রাতেও। ইত্তেহাদ স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের প্রিমিয়ার লীগের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে।সিটির দুইটি গোলই এসেছে ইলকাই গিনদোয়ানদের পা থেকে। শেষদিকে নেওয়া স্পটকিক পোস্টে না আটকালে...