এবার ঘরের মাঠে রেনের কাছে হারল মেসি-এমবাপের পিএসজি
নিঃসন্দেহে ফরাসি ফুটবলে সবচেয়ে বড় নাম প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)। সবচেয়ে বেশি লীগ ওয়ান শিরোপা দখলে রাখা দলটির সামনে যেখানে অন্যান্য ফরাসি ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা করতেই হাসফাস করে সেখানে ব্যাতিক্রম রেনে।চলতি মৌসুমে দলটি মেসি-নেইমার-এমাবাপের মত তারকায় ঠাসা পিএসজিকে পুরোপুরি চমকে দিয়েছে।
আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনে মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি।রোববার রাতে ফিরতি লেগে পার্ক দে প্রিন্সেসে হিসাব চুকানোর সুযোগ ছিল ক্রিস্তেফ...