প্রথম বিভাগ হকিতে ইউনাইটেডের টানা পঞ্চম জয়
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে হকি ঢাকা ইউনাইটেড টানা পঞ্চম জয় তুলে নিয়েছে। অন্যদিকে বড় জয় পেয়েছে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। শুক্রবার দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে হকি ঢাকা ইউনাইটেড ৩-১ গোলে হারায় ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হয়ে আলিফ, শুভ ও লালন একটি করে গোল করেন। ব্যাচেলর্সের পক্ষে মেহেদী এক গোল শোধ দেন।...